ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অলিম্পিকে গিয়ে উগান্ডার খেলোয়াড় ‘নিখোঁজ’
Published : Saturday, 17 July, 2021 at 12:49 PM
অলিম্পিকে গিয়ে উগান্ডার খেলোয়াড় ‘নিখোঁজ’নানা জল্পনা-কল্পনার পর অবশেষে করোনা পরিস্থিতিতেই শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। এবারের আসর বসবে জাপানের টকিওতে। তবে বিশ্বের সবচেয়ে বড় আসরে অংশ নিতে জাপানে যাওয়ার পর ‘নিখোঁজ’ হয়ে গেছেন উগান্ডার এক খেলোয়াড়। পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণশিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন ক্রীড়াবিদ নিখোঁজ হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার জানানোর পর পুলিশ তাকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।

নিখোঁজ হওয়া উগান্ডার সেই ২০ বছর বয়সী অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতোলেকো। তিনি একজন ভারোত্তোলক।