কুমিল্লার দেবিদ্বারে হট লাইন নম্বরে ফোনে কল পেলেই খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ টিম। করোনায় বিপর্যস্ত যেকোন পরিবার থেকে ফোন করলে নাম পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিবেন বলে জানান কার্যক্রমের উদ্যোগক্তা মো. সাদ্দাম হোসেন। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন শনিবার দুপরে এ প্রতিবেদককে বলেন, ফোন কলের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫০০ শতাধিক বাড়িতে আমাদের খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য রয়েছে আমাদের একদল স্বেচ্ছাসেবক। এ কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের কঠোর বিধিনিষেধে এমন প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে জেলার সর্বত্রই আলোচিত দেবিদ্বারের হ্যালো স্বেচ্ছাসেবকলীগ টিম। সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অর্থায়নে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এ কাজ করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
এছাড়া করোনায় আক্রান্তদের বিনামূল্যে ওষুধ, অক্সিজেন সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করছে ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ টিম।