ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে কোভিড-১৯ টীকা দেওয়ার সর্বোচ্চ রেকর্ড
প্রদীপ মজুমদার
Published : Saturday, 17 July, 2021 at 8:38 PM, Update: 17.07.2021 9:01:16 PM
লালমাইয়ে কোভিড-১৯ টীকা দেওয়ার সর্বোচ্চ রেকর্ডকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে একদিনে টীকা দেওয়া ও সরকারি ফ্রি ছাড়া রেকর্ড সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার উপজেলা হাসপাতালে ২৫০ জনকে টিকাদান, রেকর্ড সংখ্যক নমুনা সংগ্রহ সেই সাথে ২৬৫ জনকে বহিঃবিভাগ ও বিশেষজ্ঞ সেবা দেয়া হয়েছে। অপেক্ষাকৃত কম ১৩ জনবল নিয়ে এ কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হয় হাসপাতাল কতৃপক্ষকে। প্রবাসীদের জন্য আলাদা ভাবে টীকা দেওয়ার ব্যবস্থা করা হয়। শনিবার সকাল থেকে হাসপাতালের আরএমও, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বির স্বেচ্ছাসেবকগণ এবং স্কাউট সদস্য, স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ সহ  সকলের সার্বিক সহযোগিতায় টীকা ও নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয় । দীর্ঘ পাঁচ বছর ধরে ২০ শয্যা হাসপাতাল চালু হলেও আজও চালু হয়নি ইনডোর সেবা। সম্প্রতি আইসিও সেবা চালু হলেও দক্ষ জনবলের অভাবে বিঘ্নিত হচ্ছে ওই সেবা ব্যবস্থা। উপজেলা সৃষ্টির চার বছরে এখনো সদর দক্ষিণ ও লাকসাম উপজেলা থেকে আলাদা হয়নি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা খাত। এজন্য ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা খাতের সকল কার্যক্রম। 
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্লাহ বলেন, আমাদের জনবল সংকট সহ অনেক প্রতিবন্ধকতার মাঝেও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় আমরা সেবা দিয়ে যাচ্ছি। প্রবাসীদের সর্বাত্মক সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি ফি ছাড়া একদিনের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন অনেকেই টীকার মেসেজ পেয়ে সঠিক সময়ে আসেনা। পরবর্তীতে এসে আমাদের চলমান কাজে ব্যাঘাত ঘটায়। তারপর ও আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।