ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪২ বলে সেঞ্চুরির ম্যাচে 'আনপ্রেডিক্টেবল' পাকিস্তানের জয়
Published : Sunday, 18 July, 2021 at 12:00 AM
ক্রিকেট বিশ্বে পাকিস্তানের 'আনপ্রেডিক্টেবল' তকমা অনেক পুরনো। দল ভালো অবস্থায় থাকলেও যে লজ্জাজনকভাবে হারবে না- এমন কোনো গ্যারান্টি নেই। আবার হুট করে তারা কঠিন ম্যাচে জয় পেয়ে যায়! ইংল্যান্ডের প্রায় তৃতীয় সারির দলের কাছে তারা সদ্যই ওয়ানডেতে ধোলাই হয়েছে। আবার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচেই তারা পেয়েছে ৩১ রানের দারুণ জয়। ইংল্যান্ডের হয়ে এদিন ৪২ বলে সেঞ্চুরি করেছেন লিয়াম লিভিংস্টোন। এতেও পাকিস্তানের জয় আটকানো যায়নি।
ট্রেন্টব্রিজে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশরা। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর অধিনায়ক বাবর আজমের দাপুটে ব্যাটিংয়ে তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩২। উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ান ৪১ বলে ৮ চার ১ ছক্কায় ৬৩ আর বাবর আজাম ৪৯ বলে ৮ চার ৩ ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন। ১৪.৪ ওভার স্থায়ী ওপেনিং জুটিতে আসে ১৫০ রান! এরপ মাকসুদ (১৯), ফখর (২৬) আর হাফিজের (২৪) ছোট ছোট অবদানে রানের পাহাড় গড়ে পাকিস্তান। টম কারান নেন ২ উইকেট।
রান তাড়ায় নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৪২ রানে দ্বিতীয়টি। এমন সময় উইকেটে আসেন লিভিংস্টোন। এসেই ধুমধারাক্কা ব্যাটিং শুরু করেন। ৪২ বলে তুলে নেন ৬ ম্যাচ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটে তার কোনো ফিফটিও নেই। ১৭তম ওভারে ব্যাক্তিগত ১০৩ রানে আউট হন লিভিংস্টোন। ওই ওভার শেষে জয়ের জন্য ১৮ বলে ৪৪ রান দরকার ছিল ইংল্যান্ডের। শেষের হিসাবটা আর মেলাতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। ৩১ রানের দারুণ জয় তুলে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শাহিন শাহ আফ্রিদি।