ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বীরবিক্রম আবদুল মান্নানের দাফন সম্পন্ন
Published : Sunday, 18 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
মুক্তিযোদ্ধা বীর বিক্রম সুবেদার আব্দুল মান্নান শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর সিদলাই দারুল ইসলাম ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সেনাবাহিনীর একটি দল এবং থানা পুলিশের আরেকটি দল মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা পূর্ব বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা দেশের সম্পদ। তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ না করলে আজ স্বাধীন দেশ পেতাম না। শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের নাদিম মাষ্টারের বাড়ির মৃত জিন্নাত আলীর ছেলে বীর বিক্রম  সেনাবাহিনীর সাবেক সুবেদার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের নামাজের জানাজায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাশার, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদ, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাছান পলাশ, কমিউনিস্ট পার্টির প্রেসিডয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লীবৃন্দ।