Published : Sunday, 18 July, 2021 at 12:00 AM, Update: 18.07.2021 12:26:04 AM
মাসুদ আলম।।
পবিত্র
ঈদুল আজহাকে ঘিরে মানুষের ভিড় ও জট এড়াতে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
কুমিল্লার কান্দিরপাড় সড়কে। ঈদ বাজারে চুরি, ছিনতাই রোধ এবং দূরদূরান্ত
থেকে আসা ক্রেতাদের স্বস্তি দিতে সড়কটিতে যানচলাচল বন্ধ করে জেলা প্রশাসন।
শনিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে সোনালী ব্যাংক এবং নিউ
মার্কেট থেকে ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা পর্যন্ত যানজট নিরসন,
মানুষের ভিড় ও জট এড়াতে সড়ক ব্যারিকেড দিয়ে এই যানচলাচল বন্ধ করে জেলা
প্রশাসন। আগামী ২০ জুলাই কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত এই সড়কে যানচলাচল
বন্ধ থাকবে বলে জানান, কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ
এমদাদুল হক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে ব্যারিকেড দিয়ে যানচলাচল
বন্ধ করে দেওয়ায় শুক্রবারের মতো নগরীর কান্দিরপাড় এবং মনোহরপুর এলাকায়
মানুষের অতিরিক্ত ভিড় ও জট দেখা যায়নি। ব্যারিকেড দেওয়া সড়কের কান্দিরপাড়
পূবালী চত্বর, নিউমার্কেট, ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা এবং সোনালী
ব্যাংকের সামনে ট্রাফিক পুলিশ অবস্থান নিয়েছে। যাতে করে কোনো ধরনের রিকশা,
ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাসহ কোন যানবাহন এই সড়কে
প্রবেশ করতে পারে।
কান্দিরপাড় সড়কে যানচলাচলা বন্ধ করে দেওয়ায় ঈদ বাজারে
কেনাকাটা করতে আসা ক্রেতাদের নিরাপত্তা বেড়েছে। সেই সঙ্গে মানুষের ভিড় ও
জট কমে স্বস্তি দেখা দিয়েছে।
কান্দিরপাড় থেকে রাজগঞ্জ সড়কটি বন্ধ হওয়ায়
মানুষ বিকল্প হিসেবে পুলিশ লাইন্স অথবা সালাউদ্দিন হয়ে কান্দিরপাড় ও
রাজগঞ্জে যাতায়াত করছেন।
ঈদ শপিং করতে আসা মামুনা আক্তার নামে এক কলেজ
যাত্রী জানান, ঈদ বা কোন ধর্মী উৎসব আসলেই কুমিল্লার কান্দিরপাড়সহ নগরীতে
মানুষের ভিড় ও যানজট তৈরি হয়। এতে করে কোনাকাটা এসে চরম ভোগান্তিতে পড়তে
হয়। এবার কোরবানির ঈদে প্রশাসন কান্দিরপাড় সড়কটিতে যানচলাচল বন্ধ করায়
ক্রেতাদের নিরাপত্তা ও স্বস্তি বেড়েছে। মানুষে সুন্দরভাবে পায়ে হেঁটে
প্রয়োজন মতো কেনাকাটা করতে পারবেন।
কেনাকাটায় স্বস্তি প্রকাশ করে
রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তিনি স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা
করতে এসেছেন। কান্দিরপাড় এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়ায় স্বস্তি এবং ভিড়
মুক্ত পরিবেশে কেনাকাটা শেষ করেছেন। অন্যান্য সময় এখানে মানুষ ভিড় ও জটে
ভোগান্তিতে পড়তে হয়।
কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ
এমদাদুল হক বলেন, ঈদ আসলে কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে ভিড় তৈরি হয়।
সেই সঙ্গে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাই কান্দিরপাড় এলাকায় ভিড় ও
জট এড়াতে সড়কে ব্যারিকেড দিয়ে যানচলাচলা বন্ধ করা হয়েছে। সড়কটি আগামী ২০
জুলাই কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত বন্ধ থাকবে।