জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়েছে ১৫৫ রানের বড় ব্যবধানে। আজ (রবিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে। হারারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুই দলের লড়াই শুরু দুপুর দেড়টায়। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের মাটিতে আরেকটি ওয়ানডে সিরিজের ট্রফি পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
প্রথম ম্যাচে লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৫ উইকেট শিকারে ১৫৫ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওই জয়ে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের অবস্থার আরও সুসংহত হয়েছে। আজ জয় পেলে সুপার লিগের প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমবে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের।
এমনিতেই জিম্বাবুয়ের সঙ্গে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তার মধ্যে প্রথম ওয়ানডে জিতে সেই পরিসংখ্যান আরও সমৃদ্ধ করেছে সফরকারীরা। সব মিলিয়ে ৭৬বার মুখোমুখি হয়েছে তারা, যেখানে ৪৮ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে টানা ১৭ জয়ের সুখস্মৃতি আছে সাকিব-তামিমদের। আফ্রিকার দলটির বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে।
তবে চোট সমস্যা নিয়ে কিছুটা সংশয়ে আছে টিম বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি করা লিটন কব্জিতে ব্যথা পেয়েছিলেন। যদিও সেই ব্যথা অনেকটাই কমে গেছে। ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, লিটনকে নিয়ে সংশয় নেই। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বসে থাকতে হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। সেই হিসেবে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন আসতে পারে একাধিক।
প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতলেও তৃপ্তির ঢেঁকুর তুলতে চান না তামিম। জিম্বাবুয়েকে চাপে ফেলতে টপ অর্ডারের কাছ থেকে রান চান এই ওপেনার। নিজে ফিরতে চান রানে, সাকিবের কাছেও বড় স্কোরের প্রত্যাশা তার, ‘উন্নতির তো শেষ নেই। অবশ্যই কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা তো আদর্শ হতে পারে না। এটাই চেষ্টা করবো টপ অর্ডার থেকে আমি বলেন, সাকিব বলেন, এরা যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দলের উপকারে আসবে। এ ধরনের পরিস্থিতিতে যেন পড়তে না হয়। চেষ্টা করবো এ ধরনের সুযোগ আসলে তা নিতে হবে।’
প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল। বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে সহজে ছেড়ে কথা বলতে না স্বাগতিকরা। ব্যাট হাতে ব্রেন্ডন টেলর, রেগিস চাকাভা, ওয়েসলি মাদেভেরেরা যেকোনও সময় ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেন। আর বোলিংয়ে তাদের তো ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারার মতো গতিময় পেসার আছেনই। সব মিলিয়ে আজ সিরিজ নিশ্চিত করতে হলে সব বিভাগে দলীয় পারফরম্যান্সের কোনও বিকল্প নেই বাংলাদেশের।