ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বিশ্বকাপ জিতলেও বলব পাকিস্তান সঠিক পথে নেই’
Published : Sunday, 18 July, 2021 at 12:16 PM
‘বিশ্বকাপ জিতলেও বলব পাকিস্তান সঠিক পথে নেই’করোনার কারণে ইংল্যান্ড দলের প্রথম সারির বেশ কয়েকজন আইসোলেশনে ছিলেন। তাই ৫ খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে ‘সি’ টিম নিয়ে ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় ইংল্যান্ড।

আর সেই দলের বিপক্ষেই হোয়াইটওয়াশ হলো বাবর আজমের পাকিস্তান।

যদিও পূর্ণশক্তির ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে পাকিস্তান।

কিন্তু তাতে মন ভরেনি পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের।

ইংল্যান্ডের ‘সি’ টিমের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদই ভুলতে পারছেন না তিনি।

 তার মতে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও উচ্ছ্বাসের কিছু নেই। কারণ বাবর আজমের দল সঠিক পথে নেই।

নিজের ইউটিউব চ্যানেলে শনিবার রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘পাকিস্তান যদি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে, তাহলে অবাক হব না আমি। আমি মনে করি না, পাকিস্তান ঠিক পথে এগুচ্ছে। বাবর আজমরা বিশ্বকাপ জিতলেও বলব তারা সঠিক পথে নেই। কারণ টি-টোয়েন্টি আমাদের লক্ষ্য নয় এবং হওয়াও উচিত নয়।ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের দুর্বলতা এখন প্রকাশ্য।’

শোয়েব আখতারের মতে, বর্তমান পাক দল ওয়ানডে ফরম্যাটে অনেক দুর্বল।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে পাকিস্তান দুর্দান্ত। পাকিস্তানের চেয়ে কেউ ভালো নয়, ভারত বা আফগানিস্তান কেউ নয়। কিন্তু ওয়ানডেতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। পাকিস্তান ৫০ ওভার খেলতে পারে না। তাদের প্রতিভা আছে, কিন্তু তারা ৫০ ওভার খেলতে পারে না। তারা প্রান্ত বদল করে খেলতে পারে না।’

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান