মহামারি করোনাভাইরাসে সিলেটে সর্বোচ্চ মৃত্যু আর শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। একই সময়ে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৬৮১ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তিদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজার জেলার। এই সময়ে শনাক্ত হওয়াদের মধ্যে ২৯০ জন সিলেটের, সুনামগঞ্জের ৯৮ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ১০৫ জন।
সিলেট বিভাগে এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে তিনদিন। গেল ৭, ১৪ ও ১৬ জুলাই ৯ জন করে মারা যান। এছাড়া সর্বোচ্চ শনাক্তের পূর্বের রেকর্ড ছিল গত ১১ জুলাই, ৬০২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে এখন অবধি করোনায় মারা গেছেন ৫৭০ জন। আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫ জন। আর সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।