অলিম্পিক ফুটবলের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ড্র করলেও তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সাম্বার দেশ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।
সাইতামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচে সেলেকাওদের বিপক্ষে মরুভূমির খেলোয়াড়রা সমানে সমানে লড়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হলো সৌদি আরবকে।
ম্যাচের প্রথমার্ধে তেমনটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। ৭৩ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতায়। পরে রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে তারা।
উল্লেখ্য, টোকিও অলিম্পিকের প্রথম দুটি ম্যাচও হেরেছে সৌদি। শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেও লাভ হতো না। ৩ পয়েন্ট নিয়ে যাওয়া যাবে না নকআউট পর্বে। সূত্র : মার্কা ও এপি।