ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহ মেডিক্যালে আরও ২২ মৃত্যু
Published : Wednesday, 4 August, 2021 at 11:49 AM
ময়মনসিংহ মেডিক্যালে আরও ২২ মৃত্যুময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট (ফাইল ছবি)ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট (ফাইল ছবি)

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। ১০ জন করোনায় ও ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭, নেত্রকোনার তিন ও টাঙ্গাইলের দুই জন। বুধবার (৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মমতাজ বেগম (৮০), খলিল (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৪০), গিয়াস উদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), গৌরীপুরের মোবারক হোসেন (১৬), টাঙ্গাইল সদরের আবেদা (৬০), মধুপুরের আমেনা খাতুন (৮০) ও নেত্রকোনার পূরবধলার আব্দুর রউফ (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের সাইফুল (৬৫), আব্দুল হালিম (৭০), ফজিলা (৬০), সাইমুন নেছা (৬৫), শামসুদ্দিন (৯০), তারাকান্দার খালেক (৬৭), আবু সালেহ (৬২), ত্রিশালের হামিদা (৪৬), ফুলপুরের আকবর (৬০), মুক্তাগাছার খলিল (৫৮), নেত্রকোনা সদরের জুলেখা (৬৪) ও পূরবধলার হাবিবুর রহমান (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন ও আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষায় ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৭৫ জনের। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮১ জন।