ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টান টান উজ্জ্বল ত্বক পেতে পুদিনা পাতা
Published : Wednesday, 4 August, 2021 at 12:16 PM
 টান টান উজ্জ্বল ত্বক পেতে পুদিনা পাতাপুদিনা পাতা ত্বককে সুস্থ্য রাখে। এটি  একটি চমৎকার ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। স্কিন কেয়ার রুটিনে পুদিনা পাতা যোগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পুদিনা পাতা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন-এ থাকে যা ব্রণও নিরাময় করে।
পুদিনা পাতায় অ্যান্টি-ইনফ্লেমেটরি থাকায় এটি কাটা, ক্ষত, মশার কামড় এবং এমনকি চুলকানি ত্বক নিরাময়ে সহায়তা করে। ত্বকে জ্বালাপোড়া এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে পুদিনা পাতা।

পুদিনা পাতা হালকা অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করতে পারে, যা ত্বককে স্বাভাবিকভাবে টোন করতে সাহায্য করে। এটি ত্বককে কোমল, হাইড্রেটেড এবং টোন করে তোলে।  পুদিনা পাতার প্যাক লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। এই পাতার পেস্ট চোখের নিচে রাখলে ডার্ক সার্কেলের  উপস্থিতি কমাবে।

পুদিনা পাতায় অ্যান্টি-সেপটিকের বৈশিষ্ট্য থাকায়, ত্বকের দাগ ও ফুসকুড়ি  দূর করে।  নিশ্ছিদ্র এবং উজ্জ্বল  ত্বক পেতে পুদিনা পাতার রস ব্যবহার করতে বলেছেন বিশেষজ্ঞরা।  সূত্র: জিনিউজ