ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে ম্যাকলাফলিনের সোনা জয়
Published : Wednesday, 4 August, 2021 at 1:05 PM
বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে ম্যাকলাফলিনের সোনা জয়ছেলেদের মত মেয়েদের ৪০০ মিটার হার্ডলসেও হলো রেকর্ড ভাঙা-গড়ার খেলা। নিজের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে টোকিও অলিম্পিকসে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতলেন সিডনি ম্যাকলাফলিন।

টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে বুধবার ৫১ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ম্যাকলাফলিন। গত জুনেই অলিম্পিক ট্রায়ালে ৫১ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের এই হার্ডলার ভেঙেছিলেন স্বদেশি দালিলাহ মুহামাদের বিশ্ব রেকর্ড।

২০১৬ অলিম্পিক ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দালিলাহ এবার ৫১ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ৫২ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ইউরোপিয়ান রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল।

একটা সময় পর্যন্ত পিছিয়ে থাকলেও অসাধারণ এক দৌড়ে বাজিমাত করতে পেরে উচ্ছ্বসিত ম্যাকলাফলিন।

“আমি খুবই উচ্ছ্বসিত। কি অসাধারণ এক দৌড়। অসাধারণ এই লড়াইয়ে উদযাপন করতে পেরে ও দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”

“আমি দেখছিলাম দালিলাহ আমার চেয়ে একটুখানি এগিয়ে। আমি কেবল ভাবছিলাম, ‘নিজের দৌড়টা দাও’।”