গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালটির রেড জোনে ভর্তি ছিলেন।
বুধবার (৪ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯৭ জন এবং ইয়েলো জোনে ২৫ জন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। যাদের বয়স ৩২ থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে একজন মাগুরা ও একজন ঝিনাইদহের, বাকিরা যশোরের বাসিন্দা।
এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮৪টি নমুনা পরীক্ষায় ১০৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ শতাংশ।