ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শূন্যতে ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলি
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
জেমস অ্যান্ডারসনের ফুল-লেংথ বল, ডিফেন্ড করতে গেলেন বিরাট কোহলি। হালকা সুইং করে বেরিয়ে যাওয়া বলটি নিল তার ব্যাটের কানা, ধরা পড়লেন উইকেটের পেছনে। গোল্ডেন ডাক ভারতীয় অধিনায়ক! এরই সঙ্গে অনাকাঙ্তি একটি রেকর্ড নিজের করে নিলেন তিনি।
ট্রেন্ট ব্রিজ টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিন রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হয়ে যান কোহলি। আউট হয়ে হতাশায় কিছুণ দাঁড়িয়ে থাকেন উইকেটে, মাঠ ছাড়তে ছাড়তে বারবারই নাড়ছিলেন মাথা।
টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির ত্রয়োদশ ‘ডাক’, অধিনায়ক হিসেবে নবম। এতে বিব্রতকর রেকর্ডটি থেকে মুক্তি মিলল মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যতে যে তাকে ছাড়িয়ে গেলেন কোহলি।
ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে শূন্যের তেতো স্বাদ পেয়েছিলেন ৮ বার। মনসুর আলি খান পতৌদির এই অভিজ্ঞতা আছে ৭ বার, কপিল দেবের ৬ বার।
শুধু টেস্টেই নয়, তিন সংস্করণ মিলিয়েও হতাশার এই রেকর্ডটির মালিক কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন তিনি। আগেই ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলির ১৩ শূন্যকে। এখানে ধোনির শূন্য ১১টি, কপিলের ১০টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ‘ডাক’ পাওয়ার বিশ্বরেকর্ড স্টিভেন ফেমিংয়ের। সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক তার নেতৃত্বের ম্যাচে ১৩টি শূন্য পেয়েছেন টেস্টে, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৭টি।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ‘ডাক’ এখন ২৯টি, ভারতের হয়ে যা যৌথভাবে অষ্টম সর্বোচ্চ। যেখানে তার সঙ্গে আছেন গাঙ্গুলি ও কপিল।
সবচেয়ে বেশি ৪৩টি শূন্য জহির খানের। অন্যান্য উল্লেখযোগ্যদের মধ্যে শচিন টেন্ডুলকারের শূন্য ৩৪টি, বিরেন্দর শেবাগের ৩১টি, যুবরাজ সিং ২৬টি, সুরেশ রায়না ২৫টি, রাহুল দ্রাবিড়ের ২০টি।