ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়া করোনায় মৃতদের দাফনে গাউছিয়া কমিটি মানবিক টিম
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
গতকাল শুক্রবার কুমিল্লার বরুড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুজনকে দাফনের ব্যবস্থা করলো গাউছিয়া কমিটি মানবিক টিম।
দুপরে পৌরসভার কামেড্ডা গ্রামের সৌদী প্রবাসী মোঃ আবুল খায়ের গোসল ও দাফনের ব্যবস্থা করেন। আবুল খায়ের  করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেছেন।
বিকেল বেলা ডিমডোল গ্রামের মোঃ জয়নাল আবদেনীর গোসল ও দাফনের ব্যবস্থা করেন গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়া।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম করোনায় মৃতদের দাফনের জন্য তিনটি মুসলিম ও একটি সনাতন ধর্মের মানবিক টিম গঠন করেন।