ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
র‌্যাব পরিচয়ে ইয়াবা পাচার, র‌্যাবের হাতেই ধরা
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
চট্টগ্রামের সীতাকু-ে ‘র‌্যাব সদস্য’ পরিচয় দিয়ে ইয়াবা পাচারের সময় র‌্যাবের হাতেই ধরা পড়েছেন এক ব্যক্তি।
গ্রেপ্তার মো. সোহেল রানার (৩৪) বাড়ি বগুড়ার গাবতলী এলাকায়। বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকু- উপজেলার বারৈয়াঢালা এলাকা থেকে ২ হাজার ৫৩৫টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর নাসির উল হাসান খান বলেন, ইয়াবা ছাড়াও সোহেলের কাছ থেকে র‌্যাবের পোশাক ও ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
মেজর নাসির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়াঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় র‌্যাব।
“ওই পথে ব্যাগ নিয়ে যাওয়ার সময় সোহেলকে তল্লাশি করতে চাইলে নিজেকে সে র‌্যাব সদস্য পরিচয় দেয়। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে র‌্যাব পরিচয় দিয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।”
মেজর নাসির বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে সোহেল রানা নিজেকে কখনও পুলিশ কনস্টেবল, কখনও সেনাবাহিনীর কর্পোরাল হিসেবে র‌্যাবে পোস্টিংয়ে আছেন বলে দাবি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকু- থানায় একটি মামলা করা হয়েছে।