চৌদ্দগ্রাম ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতকআসামি নূর নবী গ্রেফতার
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নূর নবীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের সদর দক্ষিণ থানার একটি মাদক মামলায় আদালত নূর নবীর বিরুদ্ধে ১০ বছরের সাজা দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন, এএসআই সাইদুর রহমান ও এএসআই জুয়েল দে’র যৌথ নেতৃত্বে পুলিশের একটি টিম জগমোহনপুর মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নূর নবীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে সাজাপ্রাপ্ত নূর নবীকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।