রংপুর বিভাগে করোনার মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নি
য়ে গত ৩৭ দিনে রংপুর বিভাগে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৮শ’ ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
গত ২৪ ঘণ্টায় মারা মারা যাওয়াদের মধ্যে রয়েছেন– রংপুরে চার জন, নীলফামারীতে একজন, ঠাকুরগাঁয়ে দুই জন এবং দিনাজপুরে দুই জন এবং গাইবান্ধায় একজন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দিনাজপুরে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর পরেই রয়েছে রংপুরে ৪০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ১১ জন, লালমনিরহাট ১০ জন, কুড়িগ্রামে ১৩ জন, ঠাকুরগাঁয়ে এক এবং গাইবান্ধায় ১৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, রংপুরে কোভিড হাসপাতালে আটটি এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের একটিও ফাঁকা নেই। আক্রান্তের হার কমে ১৮ দশমিক ৮৪ ভাগে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৯শ’ ১৮ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৭ হাজার ৬শ’ ৭৮ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪শ’ ২৩ জন।