ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মহাসড়কে জমছে বৃষ্টির পানি
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM, Update: 07.08.2021 1:02:50 AM
নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মহাসড়কে জমছে বৃষ্টির পানিআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডে নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জমছে বৃষ্টির পানি। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রী ও স্থানীয়রা।
মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সড়কের মাঝে দুটি ডোবা ময়লা আবর্জনা ফেলে ভরাট করার ফলে পানির ধারণক্ষমতা কমে যাওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড পানিতে ডুবে সড়কের সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, মহাসড়কের দুপাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহনগুলো । গাড়িতে ওঠানামায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এছাড়া ভোগান্তিতে পড়ছেন সড়কে চলাচলকারী হাজারও মানুষ।
গত কয়েকদিন যাবত বৃষ্টিতে এই সড়কে হাঁটু সমান পানি জমে। সড়কের দুপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি যাওয়ার সুযোগ নেই। এতে মহাদুর্ভোগ সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক বলেন, এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সাথে আলাপচারিতা হয়েছে । তারা
দ্রুতই এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে সেলু মেশিনে পানি সড়ানোর কাজ চলছে।