দাউদকান্দিতে মাঠ স্বাস্থ্য কর্মীদের ছাতা প্রদান
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
"ঝড়-বৃষ্টি-মহামারী, স্বাস্থ্য সেবা বাড়ি বাড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষে ঝড়, বৃষ্টি থেকে সুরক্ষার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে দৃষ্টিনন্দন ছাতা উপহার দেয়া হয়েছে।
বৈশ্বিক মহামারিতে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে দেশব্যাপী অন্যন্য পেশাজীবীগনের সাথে স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগনও ক্লান্ত পরিশ্রান্ত। বিশেষ করে আসন্ন জাতীয় টিকাদান কর্মসূচীতে স্বাস্থ্য সেবার মাঠ কর্মীগনকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন। শুক্রবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী মোট ৬৫ জনের মাঝে এই ছাতা প্রদান করেন।