Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM, Update: 07.08.2021 1:03:02 AM
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২জন। তার মধ্যে গুরুতর আহত আয়েশা বেগম (৬০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। মারমারি ঘটনায় ৬ আগস্ট কুমিল্লার বুড়িচং থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন আব্দুল বারেক।
মামলাসূত্রে জানাযায়, গত ৫ আগস্ট বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের বাদশা মিয়ার বাড়িতে মারামারি ঘটনা ঘটে। এসময় বিবাধিরা দেশিয় অস্ত্র নিয়ে বাদির বাড়ির উঠানে অবস্থান করে বাড়ির লোকজনকে গালাগালি শুরু করে। তখন বাদীর স্ত্রী গালগালির কারণ জানতে চাইলে ১নং বিবদীর হাতে থাকা ধারালো দা দিয়ে বাদীর স্ত্রী আয়েশা বেগমের মাথায় আঘাত করে। এসময় অন্য আসামিরা আয়েশার উপর লাঠিসোঠা নিয়ে এলোপাথারি হামলা করলে তিনি গুরুতর আহত হন। আহত আয়েশা বেগম বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এঘটনায় আসামিরা হলেন একই বাড়ির মৃত সরাফাত আলীর ছেলে মোঃ খলিল, ফজলু মিয়ার পুত্র মোঃ পেয়ার আহমেদ, জসিম উদ্দিন, মৃত সরাফাত আলীর ছেলে মোঃ খোকা, কবির হোসেনের ছেলে মোঃ রাব্বী, পেয়ার আহমেদের ছেলে মোঃ শুভ ও সুজাত আলীর ছেলে মোঃ ফজলু মিয়া।