Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM, Update: 07.08.2021 1:02:35 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া এতথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন-উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের নগরীপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৩৭), একই উপজেলার চিকুনিয়া গ্রামের মৈধর আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), বোয়ালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), বরুড়া উপজেলার খলগাঁও গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. সিরাজ (৪০), একই উপজেলার মানিকশাহ গ্রামের আয়াত আলীর ছেলে আনিছুর রহমান (৩০) ও পাঁচথুবী গ্রামের মৃত শাহ আলমের ছেলে মোহন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) মধ্যরাতে মুদাফরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলা অবস্থায় সাতজনকে গ্রেফতার করা হয়।
ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, আসামিরা ওই বাজারে প্রায়ই জুয়ার আসরে বসতেন। ঘটনাস্থল থেকে কয়েক বান্ডিল তাস ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।