নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের প্রথম সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম মাঈন উদ্দিন ভূইয়া ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় জানাজা শেষে তাকে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। তাঁর মৃত্যুতে নাঙ্গলকোটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।