চীনের টুইটার হিসেবে পরিচিত সিনা ওয়েইবো তাদের সেলিব্রিটি তালিকা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমগুলো “অযোগ্যদের তারকা বানাচ্ছে” এমন সমালোচনা দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রচারের পর এই সিদ্ধান্ত এলো।
সমালোচনায় কোনো প্ল্যাটফর্মের নাম নির্দিষ্টভাবে উঠে না এলেও অনলাইন প্রতিষ্ঠানগুলোর ওপর চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কঠোর হওয়ার মধ্যেই এই পরিবর্তন আসছে বলে বিবিসি উল্লেখ করেছে এক প্রতিবেদনে।
প্রকাশিত নিবন্ধের উল্লেখ না করেই ওয়েইবো বলছে, কিছু সংখ্যক সেলিব্রিটির জন্য ভক্তরা যে “অযৌক্তিক সমর্থন” প্রদর্শন করছে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সপ্তাহেই চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ইকোনমিক ইনফরমেশন ডেইলি দেশটির গেইম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে বলেছে, অনেক কিশোর-কিশোরী অনলাইন গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে।
ওই নিবন্ধ প্রকাশের পরপরই দেশটির শীর্ষ গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট এবং অপর প্রতিষ্ঠান নেটইস্টের শেয়ার মূল্য শতকরা ১০ ভাগেরও বেশি পড়ে গেছে।
কিশোর-কিশোরীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে ব্যাপকভাবে আলোড়িত হয় এবং প্রায়ই অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার মাপকাঠিতে বেছে নেয় কোন সেলিব্রিটিকে তারা অনুসরণ করবে-- এমন পর্যবেক্ষণ উঠে এসেছে পিপলস ডেইলিতে প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধে।
সামাজিক মাধ্যমে কার পোস্ট কতো ‘লাইক’ বা জনপ্রিয়তা পায় এবং তাদের অনুসরণকারীর সংখ্যা কতো তার ওপর ভিত্তি করে ওয়েইবো একটি তালিকা তৈরি করে।
চীনে অন্য যে প্ল্যাটফর্মগুলো সেলিব্রিটিদের সঙ্গে ভক্তদের যোগাযোগের সুযোগ দেয় তার মধ্যে রয়েছে বিলিবিলি, কুয়াশৌ এবং বাইটডান্স-এর মালিকানাধীন ডুইন, যা টিকটকের চীনা সংস্করণ।
গত সপ্তাহেই চীনের অন্যতম বড় সেলিব্রিটি পপ তারকা ক্রিস উ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে তরুণীদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির জন্য প্রতারণামূলক আচরণ ও সম্ভাব্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।