ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী দিনে ৬ হাজার টিকা প্রদান
সৌরভ মাহমুদ হারুন
Published : Saturday, 7 August, 2021 at 6:32 PM
বুড়িচংয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী দিনে ৬ হাজার টিকা প্রদানমহামারি কোভিড-১৯ করোনা প্রতিরোধকল্পে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী দিনে ১০ টি বিভিন্ন কেন্দ্রে ২৮ টি বুথে ৬ হাজার টিকা প্রদান করা হয়েছে। ৭ আগস্ট সকালে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এড. আবুল হাসেম খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মীর হোসেন মিঠু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.গোলাম আযম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম, বুড়িচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজী মোমিনুল হক। ষোলনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক ও বুড়িচং উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাজী বিল্লাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবলীগ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খাঁন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সচিব খাবির উদ্দীন, আবুল কাসেম মেম্বার।