ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন
ইসমাইল নয়ন
Published : Saturday, 7 August, 2021 at 7:04 PM, Update: 07.08.2021 7:22:21 PM
ব্রাহ্মণপাড়ায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধনসারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকার ঘোষিত গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে একযোগে গণটিকা কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত চলে।  প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ টিকা করে মোট ৪৮০০ টিকা স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালিত হয়। যাদের বয়স ২৫ বছরের উর্ধ্বে তারাই এই টিকার আওতায় আসছে। এসময় উপজেলার প্রত্যেকটি টিকা কেন্দ্রে পুলিশের উপস্থিতি ছিল। এসব কার্যক্রম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো:মহিউদ্দিন মুবিন বিশেষ তদারকি করেন।