হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মো. মোশারফ হোসেন। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মোশারফের সহপাঠীদের সূত্রে জানা যায়, রাতে বুকে ব্যাথা অনুভব করেন মোশারফ। সকালে বুকের ব্যাথা বৃদ্ধি পাওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোশারফ হোসেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের মো: লতিফের ছেলে ।
মোশারফের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মোশারফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে মোশারফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।