দুই প্রতিপক্ষ দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। আগামী ১১ থেকে ২৫ সেপ্টেম্বর রাশিয়ায় মিলিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো। সেখানেই সন্ত্রাসবিরোধী পিস মিশন এক্সারসাইজে অংশ নেবে ভারতীয় জওয়ানরা।
সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তান সেনাবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় তিন হাজার সেনা।
সন্ত্রাসবিরোধী ওই যৌথ অভিযানে মূলত বোঝাপড়ার ওপরই জোর দেওয়া হবে। এছাড়া জঙ্গি দমনে কোন দেশ, কিভাবে ব্যবস্থা নিয়ে থাকে, তাও দেখানা হবে।
২০০১ প্রতিষ্ঠিত হয় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এর সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে এই সংস্থার সদস্য হয় ভারত।
জানা গেছে, সংস্থাটির রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় অংশ নেবে ভারতের তিন বাহিনীর প্রায় ২০০ জওয়ান। গত বছর চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি। সূত্র: জি নিউজ।