সাগরে ডুবে যাওয়া ট্রলার নিয়ে গেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। এর আগের দিন ট্রলারটি উদ্ধার করতে গেলে বিজিপি গুলি ছুড়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ আগস্ট) সকালে সীমান্ত ঘেষা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ট্রলারটি মিয়ানমারের ভুলখালে টেনে নিয়ে যায় তারা।
এ বিষয়ে সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ বলেন, অবশেষে ডুবে যাওয়া ট্রলারটি মিয়ানমারের বিজিপি টেনে নিয়ে গেছে। ট্রলারটি মিয়ানমারের অভ্যন্তরে ভুলখালে রয়েছে। বিষয়টি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
মঙ্গলবার টেকনাফ থেকে সেন্টমার্টিনে ফেরার পথে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি ট্রলারে নিয়ে এলেও মালামালসহ বিকল ট্রলারটি ডুবে যায়। পরে বুধবার সকালে সেন্টমার্টিন থেকে মিয়ানমার সীমান্তের কাছাকাছি এফভি নোমান ও এফভি ভাই ভাই নামে দুটি ট্রলার ১৫ জনকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালায়। এসময় মিয়ানমারের বিজিপির সদস্যরা উদ্ধারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ভয়ে উদ্ধারকারীরা পালিয়ে আসেন। ফলে এখনও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি মিয়ানমারের বিজিপি টেনে নিয়ে গেছে বলে জেিেনছি। বিষয়টি কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সেন্টমার্টিনের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার মীর ইমরান-উর রশিদ বলেন, ‘বিষয়টি শুনেছি, এ নিয়ে অন্য একটি সংস্থা কাজ করছে।’
জানতে চাইলে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, মিয়ানমারের সীমান্তে গুলি চালানোর বিষয়টি অবহিত হওয়ার পর ঘটনাটি সত্য কিনা খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তবে ট্রলারে বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।