খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিরাজ মনি চাকমা (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের অস্ত্রধারী সদস্য বলে জানা গেছে।
সোমবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মহালছড়ির দুর্গম দরছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড অ্যামোনেশন, চাঁদা আদায়ের রশিদ বই, সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, আটককৃত বিরাজ মনি চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে মহালছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিরাজ মনি চাকমা ইউপিডিএফ-এর (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যাকাণ্ডের এজাহারভুক্ত অন্যতম আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিরাজ মনি চাকমাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।