ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব
Published : Monday, 9 August, 2021 at 1:47 PM
যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিবগত ২৪ ঘণ্টায় সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনও খবর বেরিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি না খেলেই স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিসিবির সূত্রে জানা গেলো, তিনি ফিরছেন ঠিকই, তবে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে দেশ ছাড়বেন। সাকিবের এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন সাকিব।

জিম্বাবুয়ের সিরিজ থেকে শুরু করে প্রায় দুই মাস ধরে পরিবার ছাড়া আছেন ক্রিকেটাররা। আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ওই সফরের আগে ক্রিকেটাররা এক সপ্তাহের বিশ্রামের সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজ শেষে সবাই পরিবারের কাছে ফেরার সুযোগটা তাই লুফে নিচ্ছেন।

এদিকে সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার পর দলের সঙ্গেই দেশে আসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে তার ছুটি মিলেছে ২৪ আগস্ট পর্যন্ত। সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন এই অলরাউন্ডার। ঢাকায় বসে না থেকে স্ত্রী-সন্তানদের পাশে কিছু দিন সময় কাটানোকেই শ্রেয় মনে করছেন তিনি।

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ২৪ আগস্টের আগে সাকিব দেশে ফিরে আসবেন। সেদিনই হোটেলে উঠবেন ক্রিকেটাররা। একই দিন ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ডও। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলে যাওয়ার আগে কিউইদের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।