রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রয়োজনীয় পরিমাণে পানি না বাড়ায় মৎস্য আহরণের নিষেধাজ্ঞার সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে ২০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিএফডিসি বাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।
সভায় জানানো হয়, মাছের প্রজনন বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে তিন মাসের জন্য হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়। যা গত ৩১ জুলাই প্রত্যাহার করার কথা থাকলেও হ্রদে প্রয়োজনীয় পরিমাণে পানি বৃদ্ধি না হওয়ায় দ্বিতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, এ সময়ে হ্রদে ৯১.৫৬ ফুট (মিনস সি লেভেল) পানির থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ৮৭.৬৯ ফুট (মিনস সি লেভেল)।