ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অপারেশনের টেবিলে ডিপজল
Published : Monday, 9 August, 2021 at 4:14 PM
অপারেশনের টেবিলে ডিপজলআবারও শারীরিক সমস্যা নিয়ে অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।

আজ (৯ আগস্ট) সকালে তার ডান চোখে সার্জারি হয়েছে বলে জানিয়েছেন এই তারকা নিজেই। রাজধানীর আই কেয়ার হসপিটালে অপারেশনটি হয়েছে।

ডিপজল বলেন, ‘ডান চোখে অপারেশন করে লেন্স পড়ানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কিছুদিন আগে তার অপর চোখেও সার্জারি হয়েছিল। আপাতত তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এরপর আবারও কাজে ফিরবেন বলে জানালেন ডিপজল।

এই অভিনেতা চলতি বছরের শুরুতে ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ইতোমধ্যেই তার নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই এগুলো মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।