ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
Published : Monday, 9 August, 2021 at 5:25 PM
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুখুলনায় ডেঙ্গু জ্বরে রাজু (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরীর শেখপাড়া সোনাডাঙ্গা এলাকার গাজী সামসুল ইসলামের ছেলে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। 

তিনি গত ৪ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. উৎপল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। এটি চলতি বছরে খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু।
জানা যায়, গত ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।