বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেওয়া, বিনামূল্যে অক্সিজেন সেবার পর এবার জনসাধারণের ভোগান্তি কমাতে বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবলীগের সদস্য মো.শাহাদাৎ হোসেন মিঠু।
সোমবার সকালে মোহনপুর ইউনিয়নের ফকির বাড়িতে গিয়ে দেখা যায়, স্থানীয় নারী পুরুষ বিনামূল্যে টিকা নিবন্ধন করাচ্ছেন। এদের মধ্যে বৃদ্ধা সালেহা বেগম, আবদুর রহিম ও গৃহবুধূ মোসা. নাছরিন সুলতানা জানান, ঘরের দুয়ারে টিকা নিবন্ধন করতে পেরে ভালো লাগছে। দোকানে বা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তি ও ঝামেলায় পড়তে হয়। অনেক সময়ও ব্যয় হয়। মিঠু ভাই বিনামূল্যে বাড়ি বাড়ি টিকা নিবন্ধন চালু করায় আমাদের অনেক ভোগান্তি কমেছে।
জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহাদাৎ হোসেন মিঠু করোনাকালীন সময়ে বাড়ি বাড়ি খাদ্য বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিয়েছেন।
শাহাদাৎ হোসেন মিঠু বলেন , টিকা নিবন্ধন কার্যক্রমে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়না। গ্রামের মানুষকে লম্বা সিরিয়াল ধরে স্বাস্থ্যঝুঁকি নিয়েই টিকা নিবন্ধন করতে হয়। এতে মানুষের ভোগান্তি যেমন বাড়ে তেমনি অনেক সময়ও ব্যয় হয়। টিকা নিবন্ধন করতে এতে যাতে এ এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে না পড়তে হয় সময়ও বাঁচে তাই এলাকাভিত্তিক মানুষের বাড়ি বাড়ি বিনামূল্যে টিকা নিবন্ধন চালু করেছি। আমরা এ পর্যন্ত ১৫০০ লোকের টিকা নিবন্ধন সম্পন্ন করেছি। আমাদের টার্গেট প্রায় ১০ হাজার মানুষের টিকা নিবন্ধন। আর এ কাজে আমাকে সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।