দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে (উপ-পরিদর্শক) মোঃ মোরশেদ আলম এবং (সহকারী উপ-পরিদর্শক) মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে দেবীদ্বার থানার কালিকাপুর বেড়ীবাঁধের উপর থেকে, মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বহনকালে কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন(৪৫)কে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি কামাল হোসেন(৪৫)’র বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে সোচ্চার দেবীদ্বার থানা পুলিশ। মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতরা যতই শক্তিশালী হোক, কখনো ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।