বগুড়ার কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- পাইকড় হিন্দুপাড়ার চণ্ডি চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)।
পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিঠু চৌধুরী বলেন, বাড়ির পাশের জমিতে ছেলেকে নিয়ে মরিচের চারা রোপণ করছিলেন গুপিচন্দ্র। হঠাৎ বজ্রপাতে বাবা-ছেলে জমিতেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।