ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার ইলিয়াটগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল এবং ডেঙ্গু মশা নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।   রোববার দুপুরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো.আবু কাউছার অনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভূঁইয়া।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মো. আলাউদ্দিন প্রধান, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাবু, ইলিয়টগঞ্জ উত্তর যুবলীগ সভাপতি আক্তার হোসেন মুন্নাসহ বিভিন্ন ছাত্রলীগ নেতৃবন্দ।
আবু কাউছার অনিক বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতা হওয়ার নেপথ্যে ছিলেন তার প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। এই মহীয়সি নারীর প্রেরণায় জাতির জনক বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন। ইতিহাসে তাঁর অবদান অসামান্য। তাঁর ৯১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগ মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।