ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ ব্যাপক কর্মসূচি গ্রহণ
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লার উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ভোর ৬টায় কাবিলাস্থ কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও শোক জানিয়ে কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টায় কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী, ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমেত শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টা থেকে দিবসব্যাপী কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান। বেলা ১১ টায় কলেজ অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কলেজ মসজিদে সকাল থেকে যোহরের আগ পর্যন্ত কোরআন খতম, বাদ যোহর দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিশেষ আয়োজনে অন্যান্য বছরের ন্যায় দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বাংলা ও ইংরেজি ভাষায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভার্চুয়াল রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসব্যাপি উল্লেখিত কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদকে পৃষ্ঠপোষক, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহকে আহ্বায়ক, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামকে সদস্য সচিব, অবস্ গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ দেবাশীষ চক্রবর্তী, মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডাঃ মোঃ সাইফুল আল মামুন, অবস্ গাইনী বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ শারমিন আক্তারকে সদস্য এবং রেজিষ্ট্রার, ইএনটি বিভাগ, ডাঃ মোঃ মঈনুল ইসলামকে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।