গণটিকা বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গণটিকা বাস্তবায়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফ উদ্দিন আহাম্মদ পাপ্পু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মহসিন রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট আব্দুল আলীম খান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গুলজার হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল হোসেন, যুবলীগ নেতা মামুনুল ইসলাম আখন্দ, মশিউল আলম সোহাগ, যুবলীগ নেতা সোহাগ আহাম্মেদ, বাছির উদ্দিন, ইব্রাহিম আমিন, আবু হানিফ প্রমুখ।
উল্লেখ্য, আগামী গণটিকা কার্যক্রমে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আটটি ইউনিয়নে ২৪ টি কেন্দ্রে সুন্দর ও শুশৃঙ্খলভাবে কমিটি গঠন করে শতভাগ গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করবে।