শাহসুজা মসজিদের খাদেম শেখ আল্লারেখা আর নেই
Published : Tuesday, 10 August, 2021 at 12:00 AM
কুমিল্লা মোগলটুলীর ঐতিহাসিক শাহসুজা মসজিদের খাদেম শেখ আল্লারেখা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) বার্ধক্যজনিত অসুস্থ্য অবস্থায় সোমবার ভোর সাড়ে ৬ টায় মোগলটুলীর বাসায় ৯৮ বছর বয়সে শেষ নিঃশ^াস ত্যাগ করেন শেখ আল্লারেখা।
পুরো এলাকার সবচেয়ে প্রবীন মুরুব্বী ছিলেন তিনি। ছোটকাল থেকেই ঐতিহাসিক শাহসুজা মসজিদের খাদেম হিসেবে মসজিদ ও মুসুল্লিাদের খেদমত করেছেন শেখ আল্লারেখা। গত কয়েক বছর অসুস্থ্য হয়ে বাসায়ই ছিলেন তিনি। ছোট-বড় সকল বয়সী সকল মানুষের কাছে ‘নানা’ হিসেবেই পরিচিত ছিলেন খাদেম শেখ আল্লারেখা। মসজিদের মুসুল্লি ও এলাকার সকল মানুষের কাছে প্রিয় ব্যাক্তি ছিলেন তিনি। খাদেম শেখ আল্লারেখার মৃত্যুতে মুসুল্লি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষ জীবনে মেয়ের জামাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতীর কাছেই ছিলেন তিনি। সোমবার আসর বাদ শাহসুজা মসজিদে জানাজা শেষে বিঞ্চুপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।