আলজেরিয়ায় দাবানলে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন সেনা সদস্য। তারা দাবানলের আাগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। দাবানলের কারণে পাহাড়ি এলাকা কাবিলিতে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে আলজেরিয়ার উত্তরাঞ্চলের ডজনখানেক এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌড অভিযোগ করেছেন যে, ইচ্ছাকৃতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, বিভিন্ন এলাকায় ৫০টি দাবানলের পেছনে অপরাধীরাই দায়ী। তারাই এই কাজ করেছে।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বায়ুমণ্ডল পর্যবেক্ষক একটি সংস্থা জানিয়েছে, দাবদাহের কারণে তুরস্ক ও গ্রিসের বিভিন্ন বনাঞ্চল ভয়াবহ অগ্নিকাণ্ডে ছেয়ে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চল দাবানলের হটস্পটে পরিণত হয়েছে।
কাবিলির তাইজি ওজৌ অঞ্চলের বাসিন্দারা প্লাস্টিকের কন্টেইনারে করে পানি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনা সদস্যদের মৃত্যু হয়েছে পৃথক এলাকায়, তাদের মধ্যে কয়েকজন আগুন নেভাতে গিয়ে এবং বাকিরা ছড়িয়ে পড়া আগুনের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।
আরও অনেক সেনা সদস্য আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু বাড়ি পুড়ে গেছে, পরিবারগুলো হোটেল, যুব হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘন ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল কর্মীদের কাজে বেশ সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
আজাজগার বাসিন্দা মোহামেদ কাচি বলেন, আমাদের জন্য এটা ছিল একটি ভয়াবহ রাত। তিনি তার পরিবারকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে একটি হোটেলে আশ্রয় নিয়েছেন।
এদিকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেহরাহমানে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এদের মধ্যে ২৫ জন সেনা সদস্য। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান ভাড়া করে আনার জন্য বিদেশি অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
দমকল কর্মী এবং সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেহরাহমানে জানান, দাবানলের কারণে মৃত্যু কমিয়ে আনার চেষ্টাকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। তবে ইতোমধ্যেই হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।