গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও বাকি সাতজন উপসর্গে মারা গেছেন।
বুধবার (১১ আগস্ট) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- কচুয়া উপজেলার রহিমানগরের শাহারপাড় এলাকার আব্দুল জলিল (৭৯), চাঁদপুর সদর উপজেলার মহামায়ার মান্দারি এলাকার মমতাজ বেগম (৪৫), মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়ার সুভাস চন্দ্র বল (৫৫), হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের শাহানারা বেগম (৫০) ও মতলব উত্তরের ফতেহপুর এনায়েত নগরের আয়েশা বেগম (৭৫)।
এছাড়া উপসর্গে মারা গেছেন- চাঁদপুর সদর উপজেলার খলিসাঢুলি এলাকার ইসমাইল (৭০), নতুনবাজার মিশন রোড এলাকার সাঈদ পাটোয়ারী (৬৫), মধ্য মৈশাদীর আলী আশরাফ (৭৬), হাইমচরের আলগী পাঁচগাঁও এলাকার মহিউদ্দিন (৬৫), হাজীগঞ্জের শ্রীপুর গ্রামের শাহনাজ (৪৫), ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি গ্রামের তাহাজুতনেছা (৭৭) ও উত্তর হাসা এলাকার খাদিজা (৭০)।