ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিএসজিতে মেসির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM
পিএসজিতে মেসির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জেতা আছে লিওনেল মেসির। লা লিগার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মেসি এখন প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) খেলোয়াড়। আগের দিন রাতেই আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। আর বুধবার  ফ্রান্সের সময় সকাল ১১টায় পিএসজি সভাপতিকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে নিজের সদ্য অতীত ও ভবিষ্যৎ নিয়ে নানান কথা বলেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। যার মাঝে ছিল পিএসজিতে চ্যাম্পিয়নস লিগ জেতার ল্েযর কথাও।
মেসি এখন নেইমার-এমবাপ্পেদের নিয়েই চ্যাম্পিয়নস লিগ জেতার মিশনটা পূরণ করতে চান। ফরাসি জায়ান্টরা লিগ ওয়ানের ট্রফি জিতলেও এখনও ইউরোপ সেরার ট্রফি জিততে পারেনি। তাই নিজের ল্েযর কথা জানিয়ে মেসি বলেছেন, ‘আমার ইচ্ছা এই কাবে জয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি। আমি দেখেছি সবাই এখানে লড়াই করতে চাইছে। আমিও তাদের সঙ্গে মিলে তাই করতে চাইছি। সমর্থকদের ধন্যবাদ। শুরু থেকে তারা উষ্ণ সংবর্ধনা দিয়ে আসছে। আমার ল্য ও স্বপ্ন হলো আবারও চ্যাম্পিয়নস লিগ জয়। আমি মনে করি আমি সঠিক দলেই আছি তা অর্জনের জন্য।’
আশৈশবের কাব বার্সেলোনা ছেড়ে আসলেও সেটি কঠিন ছিল বলে মন্তব্য করেছেন মেসি, ‘নতুন দলে এসে আসতে পেরে আমি অনেক খুশি। তবে বার্সেলোনা ছেড়ে আসাটা অনেক কঠিন ছিল। কারণ অনেক দিনের সম্পর্ক। অনেক দিন পর কাব বদল করাটা তাই আমার জন্য কঠিনই ছিল। তবে সবাইকে ধন্যবাদ। সবকিছু সহজে, দ্রুততম সময়ে হয়েছে।’