ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা  ভাংচুর ও শিক্ষক হত্যার প্রতিবাদে বুড়িচংয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM
ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি ।।
সংখ্যালঘু সম্প্রদায়ের  ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বাড়ি ঘর  ভাংচুর এবং অধ্য মিন্টু চন্দ্র বর্মন হত্যার  প্রতিবাদে বুড়িচং উপজেলা সদরে কুমিল্লা - ব্রাহ্মণপাড়া - মীরপুর সড়কের বসুন্ধরা চত্তরে  মানব বন্ধন ও এক বিােভ সমাবেশ  বুধবার বিকালে  বুড়িচং উপজেলা সদরে  অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  কেন্দ্রিয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন  পরিষদ বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িক উস্কানি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার  এবং শিক হত্যার প্রতিবাদে এ মানব বন্ধন ও বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন  পরিষদ উপজেলা শাখার সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক সমর মিত্র, সহ-সভাপতি, তপন পোদ্দার, সদস্য নারায়ণ দাশ ও  অমর কৃষ্ণ শীল, যুব ঐক্য পরিষদের আহবায়ক বিধেন্দু ভট্টাচার্য্য, স্বদেশ সাহা, সৌরভ ভট্টাচার্য্য, সমীর দেব,  নিবাস চন্দ্র শীল, দুলাল চন্দ্র শীল, রতন চন্দ্র শীল, দিলীপ চন্দ্র শীল, নারায়ণ সূত্রধর, তিতাশ চন্দ্র শীল  সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বুড়িচং উপজেলা সদরের বসুন্ধরা হোটেলের সম্মুখে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে সাম্প্রদায়িক উস্কানি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান-উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।