চান্দিনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা হয়।
বুধবার (১১ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৫ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সরকার ও কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত বিধি নিধেষ মেনে ওই কর্মসূচি পালনের জন্য আহবান জানান বক্তারা।
সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল এর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌর মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আকতার আহমেদ নাদিম কাউন্সিলর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুরুজ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে সকল শহীদ এবং চান্দিনার প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন- পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মফিজুল ইসলাম।
সভায় পৌর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।