মোবাইল কলে মিলছে বিনামূল্যে অক্সিজেন
Published : Thursday, 12 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার:
দিন দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বড় হচ্ছে মৃত্যুর মিছিল। আর এ মৃত্যুর প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের অভাব। সারা দেশে যখন এমন চিত্র তখন ব্যতিক্রম কুমিল্লার লালমাই । এখানে ফোন করলেই বিনামূল্যে মিলছে অক্সিজেন সেবা। বেশ কয়টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন করোনা রোগীদের এই বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে।
এ সংগঠনগুলোর মধ্যে অক্সিজেনের ফেরিওয়ালা, সেইভ লালমাই, লালমাই কাব, অক্সিজেন ব্যাংক এর মতো সামাজিক সংগঠন অন্যতম। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মস্তফা কামাল এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে বাড়ানো হয়েছে অক্সিজেন বেড। অপরদিকে প্রত্যেক ইউনিয়নে ছাত্রলীগের ছেলেদের অক্সিজেন সেবা টিম মাঠে কাজ করছে। এসব সংগঠনকে ফোন করলেই এদের টিম করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন। রোগী সুস্থ হওয়ার পরে সংগঠনগুলো তাদের অক্সিজেন সিলিন্ডার ফিরিয়ে নিয়ে আসছেন। প্রতিটি টিমেই প্রশিতি যুবকরা কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনগুলো। এ সংগঠনগুলোর মানবিক কর্মকান্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।
লালমাই কাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমীন বলেন, আমরা উপজেলার ৯টি ইউনিয়নে ১টি করে টিম গঠন করছি। ইতিমধ্যে ২০ শয্যা হাসপাতালে ১২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। আমাদের টিম করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে কাজ করে যাচ্ছেন।
ছাত্রলীগ নেতা নাজমুল হক রিয়াদ বলেন, রিফাত, জাকির, নোমান, সহ আরো বেশ কিছু ছাত্রলীগ নেতাকে নিয়ে আমি অক্সিজেনের ফেরিওয়ালা সেবা টিম গঠন করেছি। এই টিম চিকিৎসকদের পরামর্শক্রমে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করবেন। আমরা এই টিমের জন্য অনেকের সহায়তায় ৫টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছি। প্রয়োজন হলে আরও ক্রয় করব।
সেইভ লালমাই পরিচালক ইকবাল হোসেন বলেন, আমাদের টিমে যারা কাজ করছে তারা অধিকাংশই ছাত্র। আমরা ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের সেবা শুরু করি। এখন আছে ১০টি সিলিন্ডার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদেরকে আরো অক্সিজেন সিলিন্ডার উপহার দেয় তাহলে আমরা সেসব সিলিন্ডার দিয়েও বিনামূল্যে রোগীদের সেবা দেব।
লালমাই উপজেলা বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার উল্লাহ বলেন, এই ক্রান্তিকালীন সময়ে স্বেচ্ছাসেবী এ সকল সংগঠন যে সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশাংসার দাবি রাখে। তবে করোনা রোগীদের অক্সিজেন দিতে হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এ ছাড়া সকল স্বেচ্ছাসেবীরই পিপিই, মাস্ক পরে প্রটেকশন নিয়ে করোনা রোগীর সেবা দিতে হবে।