গুঞ্জন উঠেছিল- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমাপ্ত না করেই যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান। পরে শোনা গেল বিষয়টি গুজব।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই যাবেন তারকা এই অলরাউন্ডার।
অবশেষে বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিন রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন তিনি।
জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের কাজে নিযুক্ত ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশ্ন উঠেছে সাকিব ফিরবেন কবে? আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কিউইদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।
আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপরা। পাঁচটি টি-টোয়েন্টি হবে ১০ দিনে।
সেই সফরকে সামনে রেখে দ্রুতই ফিরতে হবে সাকিবকে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ২৪ আগস্ট নিউজিল্যান্ড সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগপর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছে খেলোয়ড়ারা।