ভারতের উত্তরপ্রদেশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রাইভেটকারচালক ও একটি মেয়েশিশু।
বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের বস্তি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আর আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রাইভেটকারটি লক্ষ্ণৌ থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল বলে জানা যায়।
কালওয়ারি এলাকার সার্কেল অফিসার (সিও) অলোক প্রসাদ বলেন, কনটেইটার ট্রাককে ধাক্কা দেওয়ার সময় প্রাইভেটকারের গতি ছিল মাত্রাতিরিক্ত।
তিনি আরও বলেন, ওই প্রাইভেটকারে সাত যাত্রী ছিল। এর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে চালক এবং একটি মেয়েশিশু বেঁচে গেছে। তারা দুজনই গুরুতর আহত। তাদের আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে, তবে চালকের অবস্থা ভালো নয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।